4 Ways To Create A Video Podcast (And Why You Should Try It)
RongFM
You Are Listening Bangla Internet Radio Station

Mar 06 2020 | 00:14:55

/

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

 




 

 

রাজধানীর মিরপুর–১০ নম্বর চত্বরে পার হওয়ার সময় সিএনজিচালিত দুটি অটোরিকশা হঠাৎ বন্ধ হয়ে যায়। সড়কের মাঝখানে সিএনজিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছিল না। সড়কের মাঝখানে সিএনজিগুলো বন্ধ হয়ে পড়ে থাকার কারণ খুঁজতে গিয়ে জানা গেল, ইঞ্জিনে পানি ঢুকে সিএনজিগুলো বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার বেলা দেড়টার দিকে এ চিত্র দেখা গেছে। এই প্রতিবেদক ওই পথ হয়ে কারওয়ান বাজার আসার পথে মিরপুর–১০ নম্বর চত্বর পেরিয়ে আগারগাঁওয়ের দিকে আসার পথে বেগম রোকেয়া সরণি, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় পূর্ব দিকের রাস্তায় পানি জমে থাকতে দেখেছেন।

এ ছাড়া গত রাতে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর আরও কয়েকটি এলাকার সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে। যেমন পুরান ঢাকার আগা সাদেক রোডে বৃষ্টির পানিতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। এই এলাকায় গত দুই বছরে পানিনিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি কাজ করেছে বলে জানা গেছে। তবে পুরোপুরি সুফল এখনো মেলেনি। এ ছাড়া পুরান ঢাকার ইংলিশ রোড, বংশাল ও পূর্ব জুরাইনের কিছু কিছু সড়কে বৃষ্টির পানি দীর্ঘক্ষণ ছিল। ঈদের ছুটিতে রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা। তাই কর্মদিবসে মানুষের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনটা আজ হয়নি।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃষ্টি হলে মিরপুর এলাকার পানি সরাতে ক্ষেত্রবিশেষে দুই দিন লেগে যেত। উন্নয়নমূলক কাজ করার কারণে এখন অল্প সময়ের মধ্যেই পানি সরে যাচ্ছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটির যেসব এলাকায় জলাবদ্ধতা হয়েছে, সেসব এলাকায় কুইক রেসপন্স টিমের সদস্যরা কাজ করেছেন জানিয়ে মেয়র বলেন, দ্রুত পানি সরাতে রাজধানীর কল্যাণপুরে পাঁচটি পাম্প সকাল থেকেই চালু করে দেওয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url