4 Ways To Create A Video Podcast (And Why You Should Try It)
RongFM
You Are Listening Bangla Internet Radio Station

Mar 06 2020 | 00:14:55

/

পরীক্ষার্থীদের জন্য ১১টি দরকারি তথ্য

∎ প্রবেশপত্র সংগ্রহ

প্রিয় পরীক্ষার্থী তোমাদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে। পরে তা অবশ্যই যত্ন করে সংরক্ষণ করে রাখবে।

∎ ক্যালকুলেটর ব্যবহার

পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

∎ পরীক্ষা কক্ষে আসন গ্রহণ

প্রত্যেক পরীক্ষার্থী অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। কোনোভাবেই দেরি করা যাবে না।

∎ বিরতি থাকবে না

প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশ (তথ৵ ও যোগাযোগ প্রযুক্তি বাদে) পরীক্ষা হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

∎ উত্তরপত্র ভাঁজ করবে না

মনে রেখো কোনো অবস্থাতেই তোমার পরীক্ষার উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

∎ মোবাইল ফোন

কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেতে পারবে না।

∎ সময় বিভাজন

বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে ৩০ মিনিট এবং সৃজনশীল (CQ)/রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

∎ পৃথকভাবে পাস

প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

∎ নিবন্ধিত বিষয়ে পরীক্ষা

পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে যে যে বিষয়/বিষয়সমূহের উল্লেখ আছে, সেই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

∎ লিখে বৃত্ত ভরাট

পরীক্ষার সময় তোমরা তোমাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তোমার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে প্রথমে বলপয়েন্ট কলম দিয়ে লিখবে। পরে বলপয়েন্ট কলম দিয়ে সঠিকভাবে বৃত্ত ভরাট করবে।

∎ উপস্থিতিপত্রে সাক্ষর

সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url